

গল্পঃ মিলু আমান
অধ্যায় ৩ – সত্যযোদ্ধা
রবিনের সাংকেতিক কোডে লেখা চিঠি ঠিকই পৌঁছে যায় মহাজাগতিক বুদ্ধিমত্তার কাছে। তারা পৃথিবী থেকে আসা সেই বার্তা গ্রহণ করে, ডিকোড করে মুহুর্তেই। রবিনের প্রবল আকুতি ভরা ডাক আলোর গতি ছাড়িয়ে অবশেষে প্রাচীণ বুদ্ধিমত্তার কাছে পৌঁছে গেছে! আকাশ জুড়ে যেন বিদ্যুতের ঝলক খেলে যায়। একটা চোখ ধাঁধানো আলো ক্রমান্বয়ে বাড়তে থাকে। আলোর উৎস থেকে তির্যক একটা রশ্মি পৃথিবীর বুকে এসে আছড়ে পরে। সেই তীব্রতায় রাস্তার সব বিদ্যুতের খুঁটি যেন কড়মড় করে উঠছে, সেই আলোর অপার্থিব মহিমায় ভেঙ্গে পড়া শহর যেনো প্রাণ ফিরে পাচ্ছে। ধীরে ধীরে ধোঁয়াশা সরে যেন আকাশের সুপ্ত সুনীল আভা আবার বের হয়ে আসছে, সুর্যটাও যেনো জেগে উঠছে, আবার প্রাণ ফিরে পাচ্ছে। হাজার লক্ষ ছায়াপথ পেরিয়ে আকাশের বুক চিরে অদ্ভুত আকৃতির স্পেইস শীপের বিশাল বহর নিয়ে পৃথিবীর বুকে নেমে আসে সত্যযোদ্ধারা। পাহাড়-চূড়োয় ল্যাবের বারান্দা থেকে তা দেখে রবিনের চোখ ভিজে ওঠে। আলোর তৈরি সত্যযোদ্ধাদের কাছে নেই কোন স্বয়ংক্রিয় অস্ত্র। তারা তাদের নিজ নীল বলয়ের ভেতর থেকে আলোক রশ্মি ছুঁড়ে সম্মুখ-শত্রুকে মুহুর্তেই ঘায়েল করতে সক্ষম। যারা নিজেদেরকে এতদিন ঈশ্বর ভাবত, সেই শোষকদল আজ সত্যযোদ্ধাদের মেধা-শক্তি-প্রযুক্তির কাছে একেবারেই অসহায় হয়ে পরে। তাদের কামান মিসাইল গোলাবারুদ সব নিমিষে হয়ে যায় ছাই। সত্যযোদ্ধারা সব অশুভ শক্তিকে বিলীন করে দেয়, শত চেষ্টা করেও তারা সত্যযোদ্ধাদের সামনে দাঁড়াতেই পারে না। দ্রুত অশুভ শক্তির সব বলয় ভেঙ্গে পড়ে। তারা সত্যযোদ্ধাদের কাছে পরাস্ত হয়। শোষণতন্ত্র থেকে পৃথিবী হয় মুক্ত।
Lyrics-K.H.SAZZADUL AREFEEN
উজ্জ্বল এক আলো
দূর গগনে ভাসছে
বিদ্যুতের ঝলক দেখা যায়
ভেঙ্গে পড়া শহর
বিদ্যুতের খুঁটি
কড়মড় করে উঠছে সব হটাৎ
প্রাণ যেনো ফিরে পাচ্ছে
সুর্যটা আবার
তোমাদের নেই কোন ছাড় আজ
পৌঁছে গেছে পৃথিবীর গান ওদের কাছে
আলোর গতি হাজার লক্ষ ছায়াপথ পেরিয়ে
প্রাচীন বুদ্ধিমত্তা ওদের আমাদের অবয়ব
যুদ্ধের শেষে যুদ্ধ আবার করবে সত্যযোদ্ধার দল
অঙ্গহীন দেহে নিমেষেই প্রাণ আনে
বর্ণহীন কঠিন অবয়ব
নীল রঙের বলয়ে
বেঁচে থাকবে তুমি
যতই করুক শত্রু আক্রমণ
বন যেনো ফিরে পাচ্ছে
প্রকৃতির সবুজ প্রাণ
তোমাদের নেই কোন ছাড় আজ
তোমরা যারা ভেবেছিলে নিজেদের ঈশ্বর
সত্যযোদ্ধারা আজ তোমাদেরই প্রাণের সংশয়
জীবনবৃক্ষ দেখ জেগে উঠছে আবার
শেকড় বেয়ে তোমাদের বাঁচার মিছে প্রচেষ্টা
সত্যযোদ্ধা
এবার পালাবে কোথায়
Guitar Solos: Rifat, Sazzad