top of page
azrael.png
22 azrael.png

গল্প ঃ মিলু আমান
অধ্যায় ৭ - আজরাঈল

রবিন শেষবারের মত ফিরে পৃথিবীর দিকে তাকায়, আর দেখতে পায় সমগ্র আকাশ জুড়ে এক কালো মেঘের চাদর, আকাশ থেকে যেন তা নেমে আসছে কালো এক ভয়াল ছায়া হয়ে!

মৃত্যুদূত আজরাইল নেমে আসে সাত আসমান থেকে। সৃষ্টিকর্তার আদেশে আজরাঈল একে একে কেড়ে নিতে থাকে পৃথিবীর বুকের শেষ প্রাণটিও। তাঁর শীতল মৃত্যুছোবল থেকে মানুষ-দানব কেউই রেহাই পায় না। এভাবেই মহাজাগতিক শক্তির আদেশে আজরাঈল তার কাজ করে যায় সৃষ্টির শুরু থেকে…অনন্তকাল…

পুনশ্চঃ

রবিনের প্রতি অবিচল বিশ্বাস রেখে তার অনুসারীরা কি কাঁচের পথ পেরিয়ে শান্তিময় কোন ঠিকানা খুঁজে পেল? তারা কি এই অজানা সফরে অন্য কোন পৃথিবীর সন্ধান পেল? অন্য কোন ডাইমেনশানে, বা অন্য কোন সময়ে পৌঁছে গেল? নাকি, অতল নীলে তাদেরও সলিল সমাধিই ঘটতে যাচ্ছে!?

(অসমাপ্ত)

Lyrics-K.H.SAZZADUL AREFEEN


খাতায় লিখে নাম, জন্ম প্রমাণ, মুছে ফেলে মরণে

শব করে বধ, শত আত্মার রথ, শেকলে

স্বর্গ নরক, দু পায়েতে, উড়ে যায় সাত আসমান

চার মুখে, হাজার পাখায়, উল্কা বেগে ধায়

হাজার চক্ষু, লালা জিহবায়, কেড়ে নেবে প্রাণ নির্দ্বিধায়

খোদার ইশারায়, লেখা রবে নাম, জীবন বৃক্ষের পাতায়

কোরাস:

আজরাঈল ভুলেছে তোমায় সে কে

আজরাঈল শয়নে দাঁড়িয়ে সে

স্মরণ করো তোমাদের কলেমা

নূরে লেখা সত্যে গাঁথা, তোমার নামের হরফে

ভদ্র ভাষায় মিষ্টি কথায়, প্রাণ নেবে সে

সমরেই যাও পাতালেই পালাও, নয়ত বা সাগরে

প্রাণ যাবে তার লেখা আছে যার, কালো হরফে

কোরাস:

আজরাঈল ভুলেছে তোমায় সে কে

আজরাঈল শয়নে দাঁড়িয়ে সে

স্মরণ করো তোমাদের কলেমা

Guitar solos :

sazzad, rifat

bottom of page